+880 1925 451953, +880 1764 635656

পরিচালকের বাণী

সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা,
আস্সালামু আলাইকুম। হযরত শাহ মুখদুম (রহ.) এর স্মৃতি বিজড়িত পূণ্যভূমি এবং পদ্মা বিধৌত এই শিক্ষানগরী রাজশাহীতে তোমাদের সু-স্বাগতম। “এ তুফান ভারি দিতে হবে পাড়ি, নিতে হবে তরী পার” জীবন নামের এই তরীকে তীরে পৌছাতে হলে এস.এস.সি ও দাখিল পরিক্ষার পরে বিশ্রামের কোন সুযোগ নেই। তোমরা জান যে, প্রতিযোগীদের তুলনায় সরকারী I.H.T. – MATS & Nursing গুলোতে আসন সংখ্যা কম। হাজার হাজার প্রতিযোগির মধ্যে তোমাকে জায়গা করে নিতে হবে তোমার কাঙ্খিত স্থানে, পৌছাতে হবে তোমার কাঙ্খিত লক্ষ্যে এজন্য প্রয়োজন তোমার প্রত্যয়দীপ্ত বাসনা এবং পরিশ্রম মুখর পড়াশোনার পাশাপাশি মেধার যথাযথ যত্ন ও সঠিক দিক নির্দেশনা। তোমার মেধাকে ভর্তির এই মহাযুদ্ধে উপযোগী করে গড়ে তোলাই আমাদের দায়িত্ব।

তোমার সম্ভাবনাময় জীবনকে সফলতার দ্বার প্রান্তে পৌঁছানোর লক্ষ্যে আন্তরিক সহযোগীতা ও দিক নির্দেশনার আশ্বাস নিয়ে অপেক্ষা করছি আমরা কর্ণিয়া পরিবার। বর্তমান বিশ্বে আমরা এক চ্যালেঞ্জিং সময় অতিক্রম করছি। তথ্য-প্রযুক্তির এই যুগে প্রতিদিনই পৃথিবীর জ্ঞানভান্ডারে যুক্ত হচ্ছে নতুন নতুন জ্ঞান ও প্রযুক্তি। কিন্তু বিজ্ঞানের উন্নয়ন হচ্ছে রকেটের গতিতে আর তার সাথে পাল্লা দিয়ে উল্কার গতিতে ঘটে চলেছে নৈতিক অধঃপতন।

দূর্নীতি, অপসংস্কৃতি, রাজনৈতিক দূর্বৃত্তায়ন থেকে আমাদের প্রিয় বাংলাদেশকে রক্ষা করা এখন বড় চ্যালেঞ্জ। কিন্তু এই চ্যালেঞ্জকে মোকাবেলা করার কোন পদক্ষেপ নেই আমাদের এই শিক্ষা ব্যবস্থায়। পৃথিবীর সব জ্ঞানে পণ্ডিত হলেও নৈতিক জ্ঞান না থাকলে তাকে পৃথিবীর সবচেয়ে বড় মূর্খ বলা হয়ে থাকে। এ থেকে উত্তরণের জন্য প্রয়োজন মেধা ও নৈতিকতার সমন্বয়। We are facing competitive war, Best war is intellectual war.

তোমরাই পারবে মেধা ও নৈতিকতার সমন্বয় ঘটিয়ে এ সমাজকে পরিবর্তন করতে এবং একটি সুন্দর সমাজ গড়তে। তোমরাই পারবে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে যেখানে থাকবে আদর্শ ও সুন্দরের পূর্ণতা। তাই তোমাদের উজ্জল সফলতা ও লালিত স্বপ্নকে বাস্তবে রূপদানের জন্যে আমরা বরাবরের মতই সদা প্রস্তুত। অতীতের মতই আমাদের স্বর্নোজ্জ্বল সাফল্যের অংশীদার হবে তুমি এবং তোমার পদ-চারনায় মুখরিত হবে I.H.T. – MATS & Nursing ক্যাম্পাস গুলো। এই প্রত্যাশায়…

পরিচালক
কর্ণিয়া কোচিং, রাজশাহী শাখা

আমাদের স্বাতন্ত্র্য

  • পরীক্ষার উত্তর পত্র O.M.R মেশিনে ডিজিটাল পদ্ধতিতে মূল্যায়ন ও তাৎক্ষণিক ফল প্রকাশ।
  • পরীক্ষার ফলাফল মোবাইলে SMS এর মাধ্যমে ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের জানানো।
  • প্রতি লেকচারের পর কমেন্ট সীটের মাধ্যমে শিক্ষার্থীদের মতামত গ্রহণ।
  • অপ্রতিদ্বন্দী কর্ণিয়া গাইড, লেকচার শীট ফ্রি।
  • সাধারণ জ্ঞান ও ইংরেজী এর প্রতি বিশেষ গুরুত্বারোপ।
  • ছাত্র ও ছাত্রীদের জন্য পৃথক ব্যাচের সুব্যবস্থা রয়েছে।
  • নিজস্ব জেনারেটরের মাধ্যমে সার্বক্ষণিক বিদ্যুতের সুব্যবস্থা।
  • শীতাতপ নিয়ন্ত্রিত রুমে ক্লাসের সুব্যবস্থা।
  • মাল্টিমিডিয়ার মাধ্যমে ক্লাসের সুব্যবস্থা।
  • সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক তত্ত্বাবধায়ন।
  • ঘরে বসেই প্রতিদিনের রেজাল্ট দেখতে পাবে।

ভর্তি কোচিং এর প্রয়োজনীয়তা

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে ভালো রেজাল্ট করা যত না কঠিন তার চেয়ে অনেক কঠিন IHT-MATS & Nursing এ চান্স পাওয়া। কারণ বিপুল সংখ্যক ছাত্র/ছাত্রীর প্রত্যাশা থাকে উচ্চ শিক্ষা গ্রহনের কিন্তু ভর্তিচ্ছুদের তুলনাই আসন স্বল্পতা ছাত্র/ছাত্রীদের মুখোমুখিভর্তি কোচিং এর প্রয়োজনীয়তা করে দিচ্ছে তীব্র প্রতিযোগীতা। ভর্তি পরীক্ষার প্রশ্নসমূহ পাঠ্যপুস্তক থেকে ভিন্নরূপ ও টেকনিক্যাল হয়ে থাকে যা একজন শিক্ষার্থীর পক্ষে ব্যতিক্রম অনুশিলন ছাড়া সীমিত সময়ের মধ্যে আয়ত করা সম্ভব হয়ে উঠে না। এ ছাড়া সাধারণত মাধ্যমিক পর্যায়ে ছাত্র/ছাত্রীরাও পুরো সলেবাস না পড়ে সাজেশন আকারে সীমিত অধ্যায় সম্পর্কে ধারণা নেয় ফলে Conception কখনো Clear থাকে না। কিন্তু ভর্তি পরীক্ষা পুরো সিলেবাসের উপর হওয়ায় অনেক ভালো ছাত্রছাত্রীর পক্ষে চান্স পাওয়া সম্ভব হয়ে উঠে না। অনীবার্যভাবে কাঙ্খিত রেজাল্ট অনিশ্চিত হয়ে পড়ে। আর এর যোগ্যতা কেবল মাত্র কেচিং এর মাধ্যমেই অর্জন করা সম্ভব। তাই বর্তমান সময়ে কোচিং এর গুরুত্ব সর্বজন শ্বীকৃত এবং পরিক্ষিত। SSC ও HSC পরীক্ষার ৩/৪ মাস ছাত্রছাত্রীদের জীবনে অত্যান্ত গুরুত্বপূর্ণ। এই স্বল্প সময়ের মাঝে টিকে থাকবে তারাই যারা কৌশলী ও পরিশ্রমী। কৌশল ও পরিশ্রমকে পুঁজি করে ভাল ফলাফলের অধিকারী ছাত্রছাত্রীরা যেমন ভর্তি যুদ্ধে উত্তীর্ণ হয়।

অন্যান্য কোচিং থেকে কর্ণিয়া কেন আলাদা

কর্ণিয়া একমাত্র কোচিং যেখানে ক্লাস এবং পরীক্ষা মেডিকেল, ইঞ্জিনিয়ারিং ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও পরিচালকের সরাসরি তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়ে থাকে। অথচ অন্য সকল প্রতিষ্ঠানে পরিচালক নিজে পড়ান না বরং জুনিয়র শিক্ষক নিয়ে ক্লাস করান। তাই ছাত্র-ছাত্রীরা ক্লাসে তেমন উপকৃত হয় না।
আমরা কেবলমাত্র অভিজ্ঞ শিক্ষক দ্বারা সমস্ত কোর্সের কার্যক্রম পরিচালনা করি। তাই আমাদের পড়ানোর মান সব সময় অন্য সব কোচিং সেন্টারের চেয়ে হাজার গুণ উন্নত থাকে।
আমাদের ভর্তি পরীক্ষায় প্রস্তুতির পাশাপাশি Online Form পুরণ ও Form জমা, জেলা কোটা সম্পর্কিত তথ্য বা পরামর্শ প্রদান ইত্যাদি ব্যাপারে সরাসরি Help করি, যা অন্য কোথাও কেউ করে না।

এক নজরে কর্ণিয়া ও অন্যান্য কোচিং সেন্টার এর পার্থ্যক্য
কর্ণিয়াঅন্যান্য কোচিং সেন্টার
শুধুমাত্র নার্সিং আই. এইচ টি ও ম্যাটস্ ভর্তি কোচিং।একাধিক প্রতিষ্ঠানের কোচিং সেন্টার।
মেডিকেল, ইঞ্জিনিয়ারিং ও বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ও পরিচালক দ্বারা পরিচালিত।বিভিন্ন জুনিয়র ছাত্র-ছাত্রী ক্লাস নিয়ে থাকে।
পরিচালকগণ নিজেরাই সকল বিষয় এর ক্লাস এবং পরীক্ষা তত্ত্বাবধান করেন।পরিচালক ক্লাস নেন না এবং তার দেখাই পাওয়া যায় না।
অভিজ্ঞ শিক্ষকদ্বারা ক্লাস নেওয়া হয়।জুনিয়র শিক্ষক দিয়ে ক্লাস নিয়ে ছাত্র-ছাত্রীদের ধোকা দেন।
আমরাই শুধুমাত্র লাল ও সবুজ কালিতে বই দাগিয়ে দেই।বই দাগিয়ে দেয়া হয় না।
সর্বাধিক তথ্য ও নির্ভূল নোট প্রদান করা হয়।নোট দেয়া হয় না, বরং দেয়া হয় ভ‚লে ভরা লেকচার সিট।
ছাত্র শিক্ষক সম্পর্ক অত্যন্ত সহজ। ফলে খুব সহজে ছাত্র-ছাত্রী সকল সমস্যা সমাধান করে নিতে পারে।ছাত্র শিক্ষক সম্পর্ক সহজ নয়।
একাধিক Question Seet এ পরীক্ষা নেয়া হয়।বাংলাদেশে কোন কোচিং-এ একাধিক Question Seet এ পরীক্ষা নেয়া হয় না।
প্রতিদিন Class Test MCQ গ্রহণ করা এবং পড়া ধরা হয়।Class Test গ্রহণ বা পড়া ধরা হয় না।
অভিজ্ঞ শিক্ষক পড়ান বলে তারা এতই পারদর্শী যে, ছাত্র-ছাত্রীর যে কোনো সমস্যা সাথে সাথে সমাধান করে দিতে পারেন।ছাত্র-ছাত্রীরা শিক্ষককে কোন Problem জিজ্ঞাসা করলে বাহানা ও অজুহাত দিয়ে কোচিং শিক্ষক সটকে পড়ে।
আমরা ছাত্র-ছাত্রীদের Online From Fill-up ও From জমা, জেলা কোটা সম্পর্কিত তথ্য এবং পরামর্শ প্রদান ইত্যাদি ব্যাপারে সরাসরি Help করি।কোন কোচিং সেন্টার এসব ব্যাপারে ছাত্র-ছাত্রীদের Help করে না।
বিশেষ আকর্ষণ: Special Batch (সম্পূর্ণ ফ্রি)এরকম কোন Special Batch গঠন করা হয় না।

পরিচালক আই. এইচ. টি, ম্যাটস্ ও নার্সিং ভর্তি কোচিং বিষয়ক কয়েকটি প্রতারণা চিত্রকের বাণী

দেশের কোমলমতি এবং মেধাবী ছাত্র/ছাত্রীরা যখন আই.এইচ.টি ও ম্যাটস্ ভর্তি পরীক্ষার ব্যাপারে সিদ্ধান্তহীনতায় ভুগে সেই মুহুর্তে হাতে তুলে দেয়া হয় রং চঙ্গে ও চোখধাঁধানো অসংখ্যা ভুয়া ছবি যুক্ত কিছু কোচিং সেন্টারের Prospectus, যারা নিজেদের কোচিং জগতে Pioneer এবং Champion বলে দাবি করে। আসলে একটু খবর নিলেই সেই সব কোচিং এর থলের বিড়াল বেড়িয়ে পড়বে। উল্লেখ্য ঐ সব কোচিং সেন্টার বিভিন্ন আই.এইচ.টি, ম্যাটস্ ও নার্সিং এবং Campus এ এজেন্ট নিয়োগ করে। তারা বিভিন্ন আই.এইচ.টি, ম্যাটস্ ও নার্সিং চান্সপ্রাপ্ত কোমলমতি মেধাবী ছাত্র-ছাত্রীদের চাইনিজ খাওয়ানোর মাধ্যমে ১কপি পাসপোর্ট সাইজের ছবি সংগ্রহ করে এবং নিজেদের প্রোসপেক্টাসে সেই ছবি ছাপিয়ে সাফল্যের দাবি করে, যা আপনারা বিভিন্ন আই.এইচ.টি ও ম্যাটস্ এবং নার্সিং যোগাযোগ অথবা ছাত্র-ছাত্রীদের ফোন করলেই প্রকৃত রহস্য উন্মোচন করতে পারবেন।

শুধু তাই নয়, সেই সব তথাকথিত কোচিং সেন্টার গুলো প্রোসপেক্টাসে তারা প্রায় শত শত ছাত্র-ছাত্রীদের সাফল্য দাবী করলেও, প্রকৃত পক্ষে ঐ প্রোসপেক্টাসে ছবি বা ঠিকানা দেখা যায় মাত্র ১০ বা ২০ জনের এই ধরনের তথ্যগুলিতে নিঃসন্দেহে ছাত্র-ছাত্রী তথা অভিভাবক বৃন্দ সহজেই বিভ্রান্ত হয়ে পড়ে। তাই, ঐ সমস্ত কোচিং সেন্টারের পরিচালকদের প্রতি আমরা বলতে চাই, প্রসপেক্টাসে ছবির প্রতিযোগিতা না করে, আসুন কোচিং সিস্টেমে আধুনিকতা, সৃজনশীলতা গড়ে তুলি। এতে একদিকে যেমন ছাত্র-ছাত্রীরা উপকৃত হবে, অন্য দিকে নিজেরা আত্মতৃপ্তি পাবে যে, ছাত্র-ছাত্রীদের জন্য কিছু করতে পারলাম। আমাদের প্রসপেক্টাসে আমরা আমাদের চান্সপ্রাপ্ত অধিকাংশের নাম ও ছবি প্রকাশ করেছি। যত্ন সহকারে লক্ষ্য করলে দেখবেন এখানকার ছাপানো সকলেই আমাদের কর্ণিয়ার প্রকৃত ছাত্র-ছাত্রী। বস্তুতঃ আমরা সত্যের সঠিক প্রকাশক বলেই আমাদের রেজাল্ট সত্যনিষ্ঠ ও সকল বিতর্কের উর্ধ্বে।

অনেক অভিভাবক সামান্য কম খরচে অন্য কোন কোচিং বা প্রাইভেট প্রোগ্রামে ছাত্র-ছাত্রী ভর্তি করান। কিন্তু একথা স্মরণ রাখা দরকার, একমাত্র কর্ণিয়া ছাড়া অন্য কোথাও যত কম খরচেই ভর্তি করুন না কেন সেক্ষেত্রে খরচকৃত পুরো টাকাগুলোই শুধু নষ্ট হবে। কেননা কর্ণিয়া ছাড়া আর কোথাও ভর্তির যথার্থ প্রস্তুতি হয় না। তাই একাধিক কোচিং এ ভর্তি হওয়া কিংবা কনসেশনের প্রচেষ্ঠা না নিয়ে শুধুমাত্র কর্ণিয়াতে পড়াশুনা করে প্রস্তুতি নিলেই, ইনশাআল্লাহ্ সফলতা আসবে।

ভাবিয়া করিও কাজ...

প্রিয় বন্ধুরা, SSC/Dakhil ও HSC/Alim পরীক্ষার পর বিভিন্ন কোচিং আজগুবি সব ধারনা নিয়ে তোমাদের কাছে উপস্থিত হবে। আর এসব গুজবের বশবর্তী হয়ে প্রতিবছর বেশ কিছু ভাল ছাত্রকে দেখা যায় ব্যর্থতার বোঝা কাঁধে নিয়ে বেড়াতে, সবশেষে অনুতাপ আর দুঃখ ছাড়া কপালে তাদের কিছুই জোটে না। তাই একটু ভাব তারপর সিদ্ধান্ত নাও।

পরিচালনা পরিষদ

জহুরুল ইসলাম

মহা পরিচালক
আই.এইচ.টি, ম্যাটস্ ও নার্সিং ভর্তি কোচিং,
রাজমাহী শাখা

আল আমিন

পরিচালক
আই.এইচ.টি, ম্যাটস্ ও নার্সিং ভর্তি কোচিং,
রাজমাহী শাখা

হাবিবুর রহমান ইমরান

উপদেষ্টা সম্পাদক
আই.এইচ.টি, ম্যাটস্ ও নার্সিং ভর্তি কোচিং,
রাজমাহী শাখা

ডা. যোবায়ের আহম্মেদ

উপদেষ্টা সম্পাদক
আই.এইচ.টি, ম্যাটস্ ও নার্সিং ভর্তি কোচিং,
রাজমাহী শাখা

আতাউর রহমান

উপদেষ্টা সম্পাদক
আই.এইচ.টি, ম্যাটস্ ও নার্সিং ভর্তি কোচিং,
রাজমাহী শাখা

শোয়েব শাহরিয়ার

ব্যবস্থাপক
আই.এইচ.টি, ম্যাটস্ ও নার্সিং ভর্তি কোচিং,
রাজমাহী শাখা

জহির ইমতিয়াজ

অফিস সম্পাদক
আই.এইচ.টি, ম্যাটস্ ও নার্সিং ভর্তি কোচিং,
রাজমাহী শাখা

মোঃ মোমিনুল হক

প্রচার ও আই.টি সম্পাদক
আই.এইচ.টি, ম্যাটস্ ও নার্সিং ভর্তি কোচিং,
রাজমাহী শাখা

মোবাল্লেক হোসেন

গাইড সম্পাদক
আই.এইচ.টি, ম্যাটস্ ও নার্সিং ভর্তি কোচিং,
রাজমাহী শাখা